ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে রেড  ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে রেড  ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

সিরাজগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৪’শ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পৌর ভাসানী মিলনায়তন চত্বরে কম্বল বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক রবিউল আলম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভুইয়া সেলিম, সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল জোয়ারদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা তাজুল ইসলাম তাজ, শাপলা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সিরাজগঞ্জ পুলিশ রাইন্স স্কুল এ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ সংগঠনের পক্ষ থেকে বুধবার গভীর রাতে শহরের বাজার স্টেশন, বাস টার্মিনাল ও ওয়াবদা বাঁধসহ বিভিন্ন স্থানে দিনমজুর ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়

কম্বল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত